
প্রকাশিত: Wed, Dec 7, 2022 9:23 PM আপডেট: Wed, Apr 30, 2025 12:58 AM
আপনার রুট কোনটা, কোথায় জীবনানন্দ?
দিলশানা পারুল: আমি এখানে খুব ভালো একটা জব পেয়েছি। এইখানে সরকারের সাথে এবং বেতনও বেশ ভালো। কিন্তু সেই অর্থে ভালো বলি নাই। ভালো ইন দ্য সেন্স নিজের এক্সপারটিজ অনুযায়ী চাকরি পাওয়া। উচ্চ পদ না মধ্য পদ ধরনের। স্বপ্নের মতো ছুটি ছাটা পাওয়া যায়। সপ্তাহে একদিন ওয়ার্ক ফ্রম হোম করতে পারি। ওই দিন রান্না-বারি করি আর জব করি। প্রায় আট মাস হলো চাকরিটা করছি এবং আমি আমার কাজে খুবই ভালো। ইন এডিশন টু দ্যাট নিজের ব্যাবসাটা আবার দাঁড় করানোর চেষ্টা করছি। ছোট কিন্তু খুব আধুনিক একটা ইউনিটে থাকি। কিন্তু তারপরও জীবন যে কী অর্থহীন লাগে। কী পরিমাণ সাফোকেশন যে লাগে, ভাবছিলাম কেন? এইখানে ভারতীয়রা ছুটি ছাটা হইলেই পাগলের মতো দেশে ছোটে। ভাবছিলাম কেন এই রকম? পূর্বের দেশগুলাতে পশ্চিমের আরাম-আয়েস, নিরাপত্তা এই রকম অনেক কিছু নাই এইটা ঠিক। কিন্তু যেইটা আছে সেইটা আনট্রেডএবল। মানুষে মানুষে স্বার্থহীন অযথা সম্পর্ক।
যেই সম্পর্কের কোনো সংজ্ঞা থাকা লাগে না। পাড়ার মুদির দোকান বা চায়ের দোকানের সাথে আপনার যে সম্পর্ক তৈরি হয় ওই সম্পর্ক কোনোদিন এইখানে সুপার শপ কিংবা সেভেন ইলেভেনে তৈরি হবে না। তৈরি হয় না। আপনি প্রেমে ছ্যাকা খেলে কিংবা চরম বিষণ্নতায় ভুগলে আমাদের কালচারে প্রফেশনাল কাউন্সিলার এর কাছে যাওয়া লাগে না। সেইটা যতখানি স্টিগমা কিংবা অপ্রতুল সার্ভিস, তার চেয়ে অনেক বেশি আমার মনে হয় আমাদের পরিবারের এবং সমাজের মধ্যে ইনবিল্ড যে সাপোর্ট সিস্টেম ছিল, এখনো যতটুকু আছে সেইটা। দেখেন আপনি বিপদে পরলে কোনো না কোনো আত্মীয় বন্ধু আপনি পেয়ে যাবেন, আর কিছু না হোক পাশে বসে দ্ইুটা সমবেদনা জানানোর জন্য। পূর্বে আপনার বাড়ির উঠানের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়। গ্রামে যেয়ে দেখেন আপনাকে চেনে না জানে না, বাড়িতে নিয়ে বসতে দিবে অবাক বিস্ময়ে দুইটা কথা বলবে। দ্ইুজন মানুষের একনাম বা একই বিশ্ববিদ্যালয় বা একই এলাকার এই রকমের কিছু একটা মিলে গেলেই আমরা একটা সম্পর্ক অনুভব করি। মানুষের রুট নিয়ে কে যেন বলছিল। আপনার রুট মানে আপনার গান বাজনা, খাবার দাবার, বাঙালিয়ানা কিংবা ধর্ম-কর্ম করা, আমার এই রকম মনে হয় না। আমার মনে হয় আপনার রুট মানে আপনার পরিবার, প্রতিবেশী এবং সমাজের সাথে আপনার যে সম্পর্ক প্রথিত আছে, ওইটাই আপনার রুট। ওইটাই আপনার শিকড়। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
